ডোমেইন হোস্টিং কানেক্ট করার উপায় Best in 2022

ডোমেইন হোস্টিং কানেক্ট করার উপায়

ডোমেইন হোস্টিং কানেক্ট করার উপায় ডোমেইন হলো একটি নাম অনলাইনের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো একটি করে নাম থাকে । আপনারা যখন অনলাইনের মধ্যে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে যাবেন তাহলে সে ওয়েবসাইটের নাম দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে হয় । নাম দিয়ে বোঝা যায় কোন ওয়েবসাইট কি । অনলাইনে মধ্যে কোন একটি ওয়েবসাইটকে লাইভ করতে হলে তাকে ডোমেইন হোষ্টিং দুটোরই প্রয়োজন হয় ।

এমন অনেকেই রয়েছে যারা ডোমেইন ক্রয় করে আলাদা একটি জায়গা থেকে এবং হোষ্টিং ক্রয় করে আলাদা একটি জায়গা থেকে তখন তাদের প্রয়োজন পড়ে ম্যানুয়াল ভাবে ডোমেইন-হোষ্টিং কানেক্ট করার । ডোমেইন-হোষ্টিং কানেক্ট করা নিয়ে অনেকেই অনেক সময় বিপাকে পড়ে থাকেন । আজকে আমরা আপনাদেরকে বলবো কিভাবে একটি ডোমেইন ও একটি হোস্টিং এর সাথে অনেক সহজেই অতি দ্রুত কানেক্ট করা যায় ।

এবং SSL সার্টিফিকেট কিভাবে অ্যাক্টিভ করা যায় । SSL সার্টিফিকেট মূলত ওয়েবসাইট সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয় । SSL সার্টিফিকেট যদি ওয়েবসাইটের মধ্যে একটিভ থাকে তাহলে যেকোনো ইউজার খুব সহজেই ওয়েব সাইটে ঢুকতে পারে । এতে করে ওয়েবসাইটের যেসকল ট্রাফিক গুলো থাকে তারা মূলত সিকিউর অনুভব করে । এবং খুব সহজেই সেই সকল ওয়েবসাইট গুলোর মধ্যে ভিজিটররা যেতে পারে ।

ওয়েবসাইটের মধ্যে যদি SSL থাকে তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে অনেক দ্রুত নিজের ওয়েবসাইটকে টপ পজিশনে নিয়ে আসা সহজ হয়ে যায় । এখন বর্তমানে যে সকল ওয়েবসাইট গুলো রয়েছে সকল ওয়েবসাইট এর মধ্যেই কিন্তু SSL রয়েছে । SSL মূলত হোস্টিং এর সাথে সম্পূর্ন ফ্রীতে দেওয়া হয়ে থাকে । অবশ্যই আপনাকে SSL একটিভ করে নিতে হবে । যদি SSL একটিভ করার সময় কোন সমস্যার সম্মুখীন হন আপনি তাহলে হোস্টিং প্রোভাইডার যারা থাকবে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন এবং তারা খুব সহজে আপনার সমস্যাটির সমাধান করে দিবে ।

তাহলে এখন আমরা আলোচনা করব কিভাবে একটি ডোমেইন আপনার হোস্টিং এর সাথে কানেক্ট করবেন । কি কি উপায়ে একটি ডোমেইন ও একটি হোস্টিং এর সাথে কানেক্ট করা যায় ।এ সম্পর্কে আপনি আপনাদের কি আজকে বিস্তারিতভাবে জানাবো ।

ডোমেইন হোস্টিং কানেক্ট করার উপায়

ডোমেইন হোষ্টিং কানেক্ট করার উপায় গুলো :-

আপনি যখন কোনো একটি জায়গা থেকে একটি ডোমেইন ক্রয় করবেন এবং অন্য একটি জায়গা থেকে যখন পোস্টিং ক্রয় করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন পড়বে ডোমেইন এর সাথে হোস্টিং সংযুক্ত করার । কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে পারেন ঠিকই কিন্তু কিভাবে ডোমেইন হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হয় এ ব্যাপারে সম্পূর্ণভাবে জানে না ।

ডোমেইন কি :-

ডোমেইন নেম হলো ওয়েবসাইটের নাম । অর্থাৎ আমরা যদি অনলাইনের মধ্যে যদি youtube।com লিখে সার্চ করি । কোন সার্চ ইঞ্জিনের মধ্যে তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ইউটিউবে যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে নিয়ে যাবে । এই নাম দিয়ে যদি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ইন্টারনেট সংযোগ করে যেকোনো সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করা হয় তাহলে কিন্তু সরাসরি সেই ব্যক্তিকে ইউটিউবে যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে ।

এটাই হচ্ছে মূলত ডোমেইন নেম । একজন ব্যক্তি যদি কোন ডোমেইন নেম ক্রয় করে তাহলে কিন্তু পরবর্তীতে অন্য কোন ব্যক্তি ওই ডোমেন নেম ক্রয় করতে পারবেন না যতক্ষন পর্যন্ত ওই ডোমেন এর মেয়াদ উত্তীর্ণ না হয়ে যাবে । ডোমেইন এর সাধারণত রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকে 1 বছর পর্যন্ত । এই এক বছরের জন্য আপনি যখন ডোমেইন ক্রয় করবেন তারপরে ।

যদি কোন ব্যক্তি ও এক বছরের মধ্যে ডোমেইন টা ক্রয় করতে চায় তাহলে কিন্তু সে ঐ ডোমেইন এক বছরের মধ্যে ক্রয় করতে পারবে না । যদি সেই ডোমেইনটি ক্রয় করতে চায় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে ক্রয় করতে হবে । সরাসরি ডোমেইন যে সকল ওয়েবসাইট গুলো বিক্রি করে সেখান থেকেই ক্রয় করতে পারবে না। তখন আপনি চাইলে সেই ডোমেইন বিক্রি করতে পারবেন ।

বর্তমানে ডোমেইনের অনেকগুলো এক্সটেনশন রয়েছে যেমন ধরেন ।net , ।com ।xyz এরকম অনেকগুলো এক্সটেনশন রয়েছে যেগুলো বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে । আবার বিভিন্ন দেশের জন্য বিভিন্ন এক্সটেনশন করেছে ।যেমন বাংলাদেশের জন্য রয়েছে ।bd । ইন্ডিয়ার জন্য রয়েছে ।in । এগুলোকে বলা হয় মূলত ডোমেইন এক্সটেনশন ।

হোস্টিং :-

যেহেতু আপনার ডোমেইনটি পৃথিবীর যেকোন জায়গা থেকে সার্চ ইঞ্জিনের সার্চ করলে দেখা যাবে । সেজন্য আপনার ডোমেইন এর মধ্যে থাকা বিষয়বস্তু গুলো থেকে এমন একটি জায়গা রাখতে হবে । যাতে করে তার মধ্যে যে সকল বিষয়বস্তুগুলো থাকবে সেটা সবাই দেখতে পায়। সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করার সাথে সাথে যাতে দেখতে পাওয়া যায় । এ জন্যই মূলত হোস্টিং ব্যবহার করা হয় ।

একটি ডোমেইনের অথরিটি অনেক বেশি বেড়ে যায় হোস্টিং এর কারণে । আপনার যদি হোস্টিং অনেক ভাল থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্যে অনেক বেশি ভালো হবে । হোস্টিং ভালো বলতে বুঝানো যায় এমন হোস্টিং আপনি ক্রয় করবেন যে হোস্টিং এর স্পিড অনেক বেশি দিবে । যেই হোস্টিং এর মধ্যে আপনার ওয়েবসাইটটি রাখবেন সেখানে যাতে সিকিউরিটি থাকে।আপনার যে সকল ফাইল গুলো থাকে সেগুলো যাতে নিরাপত্তাকে এটা অবশ্যই আপনি আগে জেনে নেবেন।

হোস্টিং আপনার যত বেশি ভালো হবে তত বেশি আপনার ওয়েবসাইটে স্পিড ভালো হবে । যদি আপনার ওয়েবসাইটের স্পিড অনেক বেশি ভালো হয় ।তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক অনেক বেশি আসবে এবং অনেকক্ষণ যাবৎ আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবে । এ কারণে যখন হোস্টিং ক্রয় করবেন তখন অবশ্যই সেই কোম্পানির পূর্ব সার্ভিসগুলো আপনাকে জেনে নিতে হবে এবং একটা রিভিউ তৈরি করতে হবে আপনাকে ।

ডোমেইন-হোষ্টিং সেটআপ :-

আপনি যখন একটি ডোমেইন ক্রয় করবেন তখন আপনাকে কিন্তু সেই ডোমেইনটি হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হবে যদি সেই ডোমিনি আপনি কাজ করতে চান । ডোমেইন হোস্টিং এর সাথে সংযুক্ত করার জন্য আপনাকে অবশ্যই হোস্টিং এস সি প্যানেল এর মধ্যে যেতে হবে প্রথমে ।

এবং আপনি যে জায়গা থেকে ডোমেইন ক্রয় করেছেন অবশ্যই আপনাকে সে জায়গাতেও লগইন করে নিতে হবে এতে করে একটি ডোমেইন হোস্টিং এর সাথে যুক্ত করতে আপনার অনেক বেশী সুবিধা হবে । SSL সার্টিফিকেট সংযুক্ত করতে বা একটিভ করতে আপনার অনেক বেশি সুবিধা হবে।

আপনাকে সর্বপ্রথম আপনার হোস্টিং এর DNS জেনে নিতে হবে । DNS হচ্ছে যে কোন ডোমেইন এর একটি সাসপেনশন লিংক অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো স্টোর করবেন সেটা নির্দেশন করে থাকে DNS দ্বারা । এমন অনেক অনলাইনের মধ্যে ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার হোস্টিং এর নাম লিখলে তারা বলে দিবে আপনার DNS কি । বা আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজেই হোস্টিং প্রোভাইডার দের কাছ থেকে জেনে নিতে পারবেন DNS টা ।

এরপর আপনাকে ডোমেইন এর মধ্যে DNS সেটআপ করতে হবে । দেখতে পারবেন ডোমেইন এর মধ্যে ম্যানেজ নামের একটি অপশন রয়েছে ।সেখানে আপনি আপনার হোস্টিং এর যেই DNS রয়েছে সেটিকে সেটআপ করে দেবেন সর্বনিম্ন দুইটা DNS সেটআপ করবেন ।

এখন আপনার ডোমেইন এর মধ্যে যে কাজটি রয়েছিল প্রথমত সেটি সম্পূর্ণ হয়ে গিয়েছে । এর পর আপনাকে আপনার যেই হোস্টিং রয়েছে সেটি তে লগইন করতে হবে । সেখানে দেখবেন ডোমেইন নামের একটি অপশন রয়েছে । সেখানে “ add ডোমেইন “ করার জন্য একটি অপশন রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার যেই ডোমেইন নামটি রয়েছে সেটি দিয়ে দিবেন ।

দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ডোমেইনটি এড করার জন্য নিচে অপশন চলে এসেছে তখন আপনি সেখানে ক্লিক করে দিবেন ।তখন দেখবেন আপনাকে HTTPS এর অপশন দেখাবে বা এর জন্য কি নোটিফিকেশন দেখাবে । তখন কিন্তু আপনি HTTPS এর মধ্যে ক্লিক করে যাবেন । এতে করে আপনার ডোমেইন এর যেই SSL রয়েছে সেটি কিন্তু একটিভ হয়ে যাবে । অবশ্যই এই কাজটি করবেন ।

এরপর কিছুক্ষণ টাইম দিবে সর্বনিম্ন এক ঘন্টা টাইম দিবেন যার মধ্যে আপনার ডোমেইন হোস্টিং এর সাথে সংযুক্ত হয়ে যাবে । আর যদি আপনার হোস্টিং এর সাথে ডোমেইনটি সংযুক্ত করতে কোন সমস্যা হয় তাহলে আপনি খুব সহজেই আপনার যে হোস্টিং প্রোভাইডার রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন । সে আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং কোন প্রবলেম হলে সে সেই সমস্যাটা সমাধান করে দেবে ।

আশা করি আপনারা একটি ডোমেইন ও একটি হোস্টিং এর সাথে সংযুক্ত করার পদ্ধতি রয়েছে সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ডোমেইন হোস্টিং এ সম্পর্কে যে সকল বিষয় বস্তু রয়েছে সেগুলো আপনারা ভালভাবেই বুঝে গিয়েছেন ।

আমাদের শেষ কথা :-

আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করেছি কিভাবে একটি ডোমেইন ও একটি হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হবে এ বিষয় নিয়ে । আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পন্ন আর্টিকেলটি পড়ার জন্য । যদি কোন বিষয় বুঝতে আপনাদের সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন । আমরা আপনার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাকে জানাবো ।

আজকের জন্য এখানেই বিদায় নিলাম অন্য কোনদিন অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করা হবে । ততো দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *