গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম। best in 2022

গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম।

গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম। গুগোল সার্চ ইঞ্জিন হল এখনকার সময়ের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। প্রতিনিয়ত গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে অনেক পরিমানে সার্চ হয়ে থাকে যেটা অন্যান্য সার্চ ইঞ্জিন এর চেয়ে অনেকগুণ বেশি । এ কারণে আমাদের ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে সাবমিট করা অনেক বেশি প্রয়োজন। এতে করে আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ট্রাফিক জেনারেট হবে ।

আমরা মূলত ওয়েবসাইটটি যেই কারনে তৈরি করি না কেন আমাদের প্রয়োজন ট্রাফিকের । যেহেতু এখন বর্তমানে গুগল সার্চ ইঞ্জিন সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তাই আমাদেরকে গুগল সার্চ ইঞ্জিন এর মধ্যেই ওয়েব সাইট সাবমিট করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং সেখান থেকে আমাদের অনেক বেশি পরিমাণে ট্রাফিক আসবে ।

গুগলের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে সাবমিট করার কয়েকটি উপায় রয়েছে আপনি কয়েকটি উপায় মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার ওয়েবসাইটটি সাবমিট করতে পারবেন । বা গুগলের সাথে আপনার ওয়েবসাইটটি সংযুক্ত করতে পারবেন । যে সকল পদ্ধতিতে আপনি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে পারবেন তা আমরা এখন আলোচনা করব এবং আপনি খুব সহজেই খুব দ্রুত যাতে সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারেন সে ব্যাপারে আমরা বলব ।

ওয়েব সাইট সাবমিট করার নিয়ম :-

গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার ওয়েবসাইট কয়েকটি উপায় সাবমিট করতে পারবেন সেগুলো হলো:-

  • DNS এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটি গুগোল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে পারেন ।
  • HTML tag এর মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটি গুগলের সাথে সংযুক্ত করতে পারবেন ।
  • HTML file এর দ্বারা আপনি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে পারেন ।
  • Google site kit ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে খুব সহজেই আপনি কিন্তু আপনার ওয়েবসাইট গুগলের সাথে সংযুক্ত করে নিতে পারবেন ।

গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম।

এ সকল উপায়ে ছাড়াও আরো কয়েকটি উপায় রয়েছে কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি । আপনি খুব সহজেই এই উপায়ে গুলোতে আপনার ওয়েবসাইটটি গুগলের সাথে সংযুক্ত করে নিতে পারবেন । এবং আপনার ওয়েবসাইটটি খুব সহজে গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত হয়ে যাবে ।

DNS :-

ডিএনএস দ্বারা যদি আপনি আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে চান। তাহলে আপনাকে সর্বপ্রথম একটি ইমেইল তৈরি করতে হবে এবং সেই ইমেইল এর মধ্যে একটি সার্চ কনসোল অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে । সেখানে আপনার ডোমেইন নেম দিয়ে সেখান থেকে একটি কোড নিতে হবে যেটার DNS এর জন্য প্রযোজ্য।

আপনি যেই কোড গুগল সার্চ কনসোল থেকে পাবেন সেটাকে এড করার জন্য আপনাকে আপনার হোস্টিং এর মধ্যে যেতে হবে যেখানে আপনার ডোমেইনটি রয়েছে যে ডোমেইনটি আপনি গুগল সার্চ ইঞ্জিন এর সাথে যুক্ত করতে চান । সেখান থেকে আপনাকে ডোমেইন DNS এ অপশনটিতে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে একটি টেক্সট ফাইল তৈরি করে নিতে হবে । সেই টেক্সট ফাইল এর মধ্যে আপনাকে যে কোড গুগল সার্চ কনসোল থেকে আপনি পাবেন সেখানে পেস্ট করে দিতে হবে ।

এভাবে সংযুক্ত করলে আপনি দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটটি সংযুক্ত হয়ে যাবে গুগল সার্চ কনসোলের সাথে । এই কাজটি অনেক সহজ একটি কাজ এবং খুব দ্রুত এই কাজ করার যায়। এ কাজটি করার কয়েক মিনিটের মধ্যে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোল এর সাথে সংযুক্ত হয়ে গিয়েছে ।

HTML tag :-

HTML tag দিয়ে গুগল সার্চ কনসোল সাথে আপনার ওয়েবসাইটটি সংযুক্ত করতে পারেন 2 টি উপায় । আপনি যে ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল সাথে যুক্ত করবেন ।সেই ওয়েবসাইটের জন্য একটি ইমেইল তৈরি করে নিবেন সর্বপ্রথম এবং সেই ইমেইল এর মধ্যে আপনাকে একটি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট তৈরি করতে হবে ।

আপনি যে ডোমেইনটি সার্চ কনসোল এর সাথে যুক্ত করতে চান সেটা দিয়ে দিবেন । এবং সার্চ ইঞ্জিল বলবে আপনাকে owner verify করার জন্য। কয়েকটি উপায়ে আপনার সামনে প্রদর্শন করবে । কিন্তু আপনি যদি HTML tag দিয়ে গুগল সার্চ কনসোল এর সাথে যুক্ত হতে চান। তাহলে অবশ্যই আপনাকে HTML tag যেটি রয়েছে সেটি কপি করে নিতে হবে ।

এখন আপনি দুইটি উপায় কিন্তু আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে পারবেন যেত আপনার কাছে এইচটিএমএল ট্যাগ টা রয়েছে ।

হোস্টিং :-

সর্বপ্রথম আপনি আপনার হোস্টিং এ চলে যাবেন । আপনি যে ডোমেইনটা কে গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে চান সেটার সিপ্যানেল রয়েছে সেই সিপ্যানেলের মধ্যে আপনাকে লগইন করতে হবে। এরপর আপনাকে ফাইল ম্যানেজার এর মধ্যে যেতে হবে । সেখান থেকে আপনাকে আপনার যেই থিম অপশন রয়েছে সেখানে গিয়ে index।php নামের যে ফাইলটি রয়েছে সেটিকে এডিট করতে হবে ।

এবং সেখানে হেডার যেই অপশনটি রয়েছে সেখানে মধ্যে আপনি যে কোডটি কপি করেছেন সেটিকে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন । আপনি যদি সঠিকভাবে কাজটি করেন তাহলে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিন এর সাথে যুক্ত হয়ে যাবে ।

ওয়ার্ডপ্রেস :-

আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে কিন্তু আপনি এর থেকেও আরো সহজ এই কাজটি সম্পন্ন করতে পারবেন। শুধুমাত্র একটি প্লাগিন এর মধ্যে কাজটি সম্পন্ন করে দিতে পারবেন আপনি । এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর এডমিন প্যানেল এর মধ্যে লগইন করতে হবে ।

এরপরে একটি প্লাগিন আপনাকে ইন্সটল করে নিতে হবে যার নাম হল “ header and footer inside ”
।সেই প্লাগইনটি সঠিক ভাবে ইন্সটল করে এক্টিভ করে নিবেন । এবং সেখানে মধ্যেই হেডার চেয়ে অপশনটি থাকবে সেখানে আপনি এইচটিএমএল ট্যাগ কপি করেছেন সেদিকে পেস্ট করে সেভ করে দেবেন । এরপর কয়েক ঘন্টার মধ্যে দেখবেন আপনার ওয়েবসাইটটি আপনার যেই গুগল সার্চ কনসোল একাউন্টে রয়েছে তার সাথে সংযুক্ত হয়ে গিয়েছে । আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এটি অনেক ভালো একটি উপায় হবে আপনার জন্য ।

HTML file :-

আপনি কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটটিকে এইচটিএমএল ফাইল দ্বারা গুগলের সাথে সংযুক্ত করে নিতে পারবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগল সার্চ কনসোল একাউন্ট থেকে একটি ফাইল ডাউনলোড করে নিতে হবে । আপনি যখন গুগল সার্চ কনসোলের মধ্যে আপনার ডোমেইনটি দিয়ে ভেরিফিকেশন এর মধ্যে যাবেন তখন দেখবেন HTML file ভেরিফাই নামের একটি অপশন রয়েছে এবং সেখানে এর মধ্যে একটি ফাইল রয়েছে ।

সে ফাইলকে অবশ্যই আপনি ডাউনলোড করে নিবেন । এরপর চলে যেতে হবে আপনি যে ওয়েবসাইটে গুগল সার্ভার এর সাথে যুক্ত করবেন সেই ওয়েবসাইটের সিপ্যানেলের মধ্যে । সেখান থেকে আপনাকে যেতে হবে যে ডোমেইন টা গুগল সার্চ কনসোল এর সাথে যুক্ত করবেন সেই ডোমেইনের ফাইল ম্যানেজার এর মধ্যে । এবং সেখানে আপনি “ root directory “ এরমধ্যে যাবেন । সেখানে আপনি যে ফাইলটি গুগল সার্চ কনসোল থেকে ডাউনলোড করেছেন সেটিকে আপলোড করে দিবেন ।

আপনি যদি ফাইলটি সঠিকভাবে আপলোড করতে পারেন তাহলে দেখতে পাবেন কয়েক ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোল এর মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছে ।

Google site kit :-

আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেস এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনেক দ্রুত আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোল এর সাথে সংযুক্ত করতে পারবেন । এর জন্য আপনাকে শুধুমাত্র একটি প্লাগিন ইন্সটল করতে হবে ।

“ Google site kit “ এই প্লাগিনটি আপনি ইনস্টল করার পরে আপনি যে ইমেইল একাউন্ট দিয়ে গুগল সার্চ কনসোল এর মধ্যে একাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনি সেই ইমেইল লগইন করে রাখতে হবে । Google site kit এর যে এই অপশনগুলো রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন গুগল সার্চ কনসোল এর সাথে যুক্ত করার অপশন শুধুমাত্র আপনি কয়েকটি স্টেপ অনুসরণ করলেই খুব সহজে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ অঞ্চলের সাথে যুক্ত হয়ে যাবে ।

আর্টিকেল সম্পর্কে :-

আপনি কিন্তু এই সকল উপায়ে এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি খুব সহজে এবং খুব দ্রুততার সাথে গুগল সার্চ কনসোল এর সাথে যুক্ত করতে পারবেন । আপনার যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব দ্রুততার সাথে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি সার্চ কনসোল এর সাথে সংযুক্ত করে নিতে পারবেন ।
আমি এখানে কিছু পদ্ধতি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য বলেছি । আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হলে অবশ্যই সেই প্রসেস গুলো এপ্লাই করে দেখতে পারবেন । যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের না হয় তাহলে যে সকল কাজগুলো আপনি করতে হবে সেগুলো ব্যাপারে আমি সম্পূর্ণ ভাবে বিস্তারিত আলোচনা করেছি ।

আমাদের শেষ কথা :-

আমরা এই ব্লগের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কিভাবে একটি ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন এর সাথে সংযুক্ত করতে হয় সঠিক ভাবে । যাতে গুগোল এর মধ্যে আপনার ওয়েবসাইটটি খুব সহজে প্রদর্শিত হয় যে কেউ সার্চ করলে । আপনি যদি সম্পূর্ণ ব্লকটি সঠিকভাবে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে একটি ওয়েবসাইট গুগলের সাথে সংযুক্ত করতে হয় ।

আজকের জন্য এখানেই বিদায় নিলাম উন্নয়নের অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ । আজকের জন্য এখানেই বিদায় নিলাম উন্নয়নের অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লক টি পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ । আল্লাহ হাফেজ ।